বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০২:১৬:১৯

প্যারিসে জঙ্গি হানার জেরে বড় ধাক্কা ফুটবলে

প্যারিসে জঙ্গি হানার জেরে বড় ধাক্কা ফুটবলে

স্পোর্টস ডেস্ক : প্যারিসে জঙ্গিহানার মতো মর্মা‍ন্তিক ঘটনায় শোকস্তব্ধ বিশ্ব৷ ব্যতিক্রম নন ওয়েন রুনিও। ফ্রান্সের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামার আগে প্যারিসের মানুষের জন্য শোকজ্ঞাপন করে তিনি বলেন, ‘‍এ এক ভয়ঙ্কর সময়৷ দুঃখের সময়৷ কত মানুষ প্রাণ হারিয়েছেন৷ কত মানুষ আপনজনদের হারিয়েছেন৷ তাদের সবার জন্য আমরা দুঃখিত৷’ গত শুক্রবার জঙ্গিহানার দিন ফ্রান্স আর জার্মানির ম্যাচ চলছিল৷ ওই ম্যাচে অংশ নেওয়া ফুটবলারদের অনেকেই রুনির ঘনিষ্ঠ বন্ধু৷ ম্যান ইউয়ের সতীর্থ৷ ঘটনার পর তাদের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবরও নিয়েছিলেন রুনি৷ ওদিকে, প্যারিসের ঘটনার পর নিরাপত্তার কারণে বাতিল করে দেওয়া হল বেলজিয়াম বনাম স্পেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ৷ মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের স্তাদ রই বাউদোইন স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল৷ কিন্তু বেলজিয়াম ফুটবল সংস্থা ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয়৷ তাদের টুইট, ‘মঙ্গলবার স্পেনের বিরুদ্ধে যে ম্যাচটা খেলার কথা ছিল, তা হচ্ছে না৷’ দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধেই বেলজিয়াম ফুটবল সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সে জঙ্গিহানায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে তিন বেলজিয়ান নাগরিকের বিরুদ্ধে৷ এদের দুজন এখনও অধরা৷ সে জন্যই সম্ভবত ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বেলজিয়াম৷ পরে এক বিবৃতিতে সে দেশের ফুটবল সংস্থা বলেছে, ‘বেলজিয়াম ও স্পেন দুটো দেশই মঙ্গলবার রাতের ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়েছিল৷ যদিও সেটা আর সম্ভব হবে না৷ সমর্থকদের হতাশাটা বুঝতে পারছি৷ ফুটবলার এবং ম্যাচ দেখতে আসা সমর্থকদের কথা ভেবেই শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হল৷ এত বড় ঝুঁকি নেওয়া কোনওভাবেই উচিত হবে না৷’ জঙ্গিহানা সত্ত্বেও ফ্রান্সে আগামী বছর ইউরো কাপ আয়োজনে যে কোনও সমস্যা নেই, সোমবারই তা জানিয়ে দিয়েছে উয়েফা। আর স্পেন কোচ দেল বস্ক এই প্যারিসেই ইউরো খেতাব ধরে রাখতে চাইছেন। এদিন তিনি বলেন, ‘আয়োজক হিসেবে যেহেতু ফ্রান্সকে বেছে নেওয়া হয়েছিল, আমি চাই টুর্নামেন্টটা ওখানেই হোক। কোনওকিছুই সমস্যা হবে না।’ ১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে