রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ১১:৪৬:২১

পেস বোলারের দেশ হয়ে উঠতে ভারতের আরও অনেকদিন লাগবে‌: শোয়েব আখতার

পেস বোলারের দেশ হয়ে উঠতে ভারতের আরও অনেকদিন লাগবে‌: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর ভারতের বোলাররা সকলের নজর কেড়ে নিয়েছে। বিশেষ করে পেস বোলাররা। কিন্তু এরপরেও পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আখতারের ভাবনার গতিটা অন্য। শোয়েব আখতারের মতে, “পেস বোলারের দেশ হয়ে উঠতে ভারতের আরও অনেকদিন লাগবে‌।”‌‌

ইশান্ত, উমেশ, ভুবনেশ্বর, সামি, বুমরা থাকতেও এই প্রসঙ্গে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের যুক্তি, “এটাই কি ভারতের সেরা পেস বোলিং শক্তি?‌ না, আমি একথা বলতে পারব না। তবে ভারতের পেস বোলাররা উন্নতি করছে। কিন্তু পেস বোলিংয়ের দেশ হয়ে উঠতে হলে, এখনও অনেকখানি পথ পেরোতে হবে।”

পাঁচ বছর আগে আমি মনে করতাম অ্যাওয়ে সিরিজে ভারতের বরুণ অ্যারন, “মহম্মদ সামি আর উমেশ যাদবই সেরা তিন পেস বোলার।

কিন্তু তা হয়নি। কারণ বরুণ চোটের কবলে পড়েছে। যাদব কখনও কখনও ভাল করে। তবে সব সময় নয়। কিন্তু এখানকার পেস বোলাররা উন্নতির রাস্তায় আছে। এটা ইতিবাচক দিক। ভারত বরাবরই ব্যাটসম্যানদের দেশ ছিল, আর এখনো আছে।”
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে