রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ১২:১১:৪৪

আইপিএলের নিলামের সর্বোচ্চ রিসার্ভ মূল্য দুই কোটি রুপির তালিকায় সাকিব

আইপিএলের নিলামের সর্বোচ্চ রিসার্ভ মূল্য দুই কোটি রুপির তালিকায় সাকিব

স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে চলতি বছরের আইপিএল নিলাম। এবারের নিলামে দেশী ও বিদেশী ১৬ জন মারকিউ খেলোয়াড়সহ ৫৭৮ জন অংশ নিবেন।

বিসিসিআই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮ জন খেলোয়াড়কে ঠিক রেখে ১৮২টি স্লটে নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএলের নিলামের সর্বোচ্চ রিসার্ভ মূল্য দুই কোটি রুপির তালিকায় সাকিব। ১৩ জন ভারতীয়সহ ৩৬ জন খেলোয়াড় শীর্ষ ব্র্যাকেটে থাকবেন।

মারকিউ খেলোয়াড়রা হলেন রবিচন্দ্রন অশ্বিন, গৌতম গাম্ভীর, শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানে, হারভাজন সিং, যুবরাজ সিং, ক্রিস গেইল, বেন স্টোকস, কেন উইলিয়ামসন, গ্লেন ম্যাক্সওয়েল, জো রুট, মিশেল স্টার্ক, ফাফ ডু প্লেসিস, ডুয়াইন ব্র্যাভো, কিয়েরন পোলার্ড ও সাকিব আল হাসান।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছেন, আইপিএল নিলামে একজন খেলোয়াড়কে বেছে নেয়ার আগে বিভিন্ন ধরনের সমীকরণ কাজ করে। আর এর মাধ্যমে পুরো নিলাম অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে উঠে। খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে আটটি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই আমাদের কাছে তাদের সম্ভাব্য লক্ষ্যের ইঙ্গিত দিয়েছে। মারকিউ তালিকাটি তারকাদের নিয়ে করা হয়েছে। কিন্তু ভারতের নতুন খেলোয়াড়দের দিকে আমি তাকিয়ে আছি।

এবারের নিলামে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে খেলা ৬২ জন খেলোয়াড় ছাড়াও ২৯৮ জন নতুন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এছাড়াও নিজ নিজ দেশের হয়ে জাতীয় দলে খেলা ১৮২ জন বিদেশী খেলোয়াড়ও আছেন। তাদের সাথে আছেন আরো ৩৪ জন বিদেশী খেলোয়াড় যাদের এখনও জাতীয় দলে খেলার সুযোগ হয়নি। এছাড়াও আইসিসি’র সহযোগী সদস্য দেশের দু'জন ক্রিকেটার আছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে