রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ০৫:১৪:২৫

আইপিএলে তামিম ইকবালের ভিত্তিমূল্য ৭৫ লাখ টাকার

আইপিএলে তামিম ইকবালের ভিত্তিমূল্য ৭৫ লাখ টাকার

স্পোর্টস ডেস্ক: আগামী ৪ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের ১১তম আসর। ২৭ ও ২৮ জানুয়ারি হবে নিলাম। এর প্রাথমিক তালিকায় রয়েছেন ১ হাজার ১২২ জন ক্রিকেটার। ইতোমধ্যে নিলামের জন্য ৫৭৮ জনের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে দুই সেটে ১৬ জনকে নিয়ে করা হয়েছে ‘এলিট’ তালিকা। এতে রয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
নিলামে এ ১৬ জনের ভিত্তিমূল্য হবে সবচেয়ে বেশি। ২ কোটি রুপি। যা বাংলাদেশি প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার মত।  সাকিবের সঙ্গে এ তালিকায় আছেন আছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ডোয়াইন ব্রাভো, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসি, জো রুট, হরভজন সিং, আজিঙ্কা রাহানে, বেন স্টোকস, মিচেল স্টার্ক, গৌতম গম্ভীর। তবে কোন যোগ্যতার ভিত্তিতে এ তালিকা করা হয়েছে- তা জানা যায়নি।

নিলাম তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয়অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শীর্ষে আছেন সাকিব। তার অবস্থান ১১তম। চূড়ান্ত ৫৭৮ জন ক্রিকেটারের তালিকায় আছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। তার অবস্থান ১৯৩তম। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। যা বাংলাদেশি ৭৫ লাখ টাকার মত। দীর্ঘদিন পর এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মূলত এ কারণেই তাকে যেতে হচ্ছে নিলামের হাতুড়ির নিচে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে