যে দলের হয়ে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন সেই ধোনি
স্পোর্টস ডেস্ক : মাঝে দীর্ঘ আট বছরের ব্যবধান৷ ২০০৭-এর পর আবারও ঘরোয়া ক্রিকেটে খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি৷ ঝাড়খন্ডের হয়ে চলতি মরশুমে বিজয় হাজারে ট্রফি খেলবেন তিনি৷ টেস্ট থেকে অবসর নেওয়ার পর ওয়ানডে ও টি-২০ ক্রিকেট খেলছেন মাহি৷
পাকিস্তান সিরিজ না হলে জানুয়ারির অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতের কোনও ওয়ানডে বা টি-২০ ম্যাচ না থাকায় ধোনির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ এর আগে ২০০৭ সালে ঝাড়খন্ডের হয়ে কলকাতায় ঘরোয়া টি-২০ টুর্ণামেন্ট সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে শেষবার খেলেছিলেন ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল৷
ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার সচিব রাজীব বর্মা এক সাক্ষাৎকারে জানান, ধোনির সঙ্গে আমাদের কথা হয়েছে৷ ওঁ খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে৷ তবে কতকগুলি ম্যাচে ধোনি খেলবে এবং দলকে নেতৃত্ব দেবে কিনা সে ব্যাপারে কোনও কথা হয়নি৷
তবে ধোনি যদি চায় তো ওই দলের ক্যাপ্টেন হবে৷ এর সঙ্গেই তিনি যোগ করেন, ধোনির উপস্থিতি অবশ্যই দলকে তাতাবে৷ যখনই সুযোগ পায় তখনই ওঁ দলের ছেলেদের উজ্জীবিত করার চেষ্টা করে৷-কলকাতা
১৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�