বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ১০:৫৫:২৪

বিশ্বসেরা কিংবদন্তি অধিনায়কের তালিকায় ৪র্থ মাশরাফি!

বিশ্বসেরা কিংবদন্তি অধিনায়কের তালিকায় ৪র্থ মাশরাফি!

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সেরা অধিনায়ক কে? এই তালিকায় প্রথমে নাম আসবে কিংবদন্তী ক্লাইভ লয়েড। বাদ যাবেনা রিকি পন্টিং’র নামও। এই কাতারে নাম উঠেছে দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যা বাংলাদেশের ক্রিকেটে বড় একটি অর্জনের সমান। ক্রিকেটে বদলে যাওয়া বাংলাদেশের অন্যতম সাহসী কারিগর মাশরাফি। তার সাহসী ও দূরদর্শিতার কারণে চলতি বছরে আইসিসি’র দ্বিতীয় সেরা ওয়ানডে দলে পরিণত হয়েছে বাংলাদেশ। তিনি শুধু দলকে এগিয়ে নিয়ে যায়নি বরং এগিয়ে নিয়েছেন নিজেকেও। তাইতো বিশ্ব সেরা অধিনায়কের তালিকায় পিছনে ফেলেছেন সদ্য অবসর নেওয়া বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। স্থান পেয়েছেন ৪র্থ সেরা অধিনায়ক হিসেবে। তালিকায় প্রথমে আছেন, ক্লাইভ লয়েড(ওয়েস্ট ইন্ডিজ) ৮৪ ম্যাচে ৬৪ জয় ও ১৮ পরাজয় নিয়ে ৭৬.১৯%। ২য় অবস্থান রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৩০ ম্যাচে ১৬৫ জয় ও ৫১ পরাজয় ৭১.৭৪%। ৩য় অবস্থান হ্যান্সি ক্রনিয়ে (দক্ষিণ আফ্রিকা) ১৩৮ ম্যাচে ৯৯ জয় ও ৩৫ পরাজয় ৭১.৭৪%। ৪র্থ অবস্থানে মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ) ২৭ ম্যাচে ১৯ জয় ও ৮ পরাজয় ৭০.৩৭%। ৫র্ম অবস্থানে মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ৭৪ ম্যাচে ৫০ জয় ও ২১ পরাজয় ৬৭.৫৭%। ১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে