বাংলাদেশ এ দলে সেঞ্চুরিসহ আলো ঝলমলে ইনিংস খেলেছেন ৩ নতুন মুখ
স্পোর্টস ডেস্ক : এ দলকে বলা যায় মিনি জাতীয় দল। জাতীয় দলের গ্রেট গ্রেট তারকারাও অংশ নেন এ দলের বিভিন্ন টুর্নামেন্টে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা প্রায়ই এ দলের হয়ে টাইগারদের একাদশে খেলেন।
দুই দেশের এ দলের লড়াইয়ে হারারেতে ৩ নতুন মুখের পারফর্ম নজর কেড়ে নিল এবার। তাদের ব্যাটিং দৃঢ়তায় ভালো করেছে বাংলাদেশ। এক সময়ে জাতীয় দলের খেলোয়াড় সুভাগত হোমও ব্যাট হাতে সাফল্য পেয়েছেন এদিন।
এই ৩ নতুন মুখ হলেন, তাসামুল হক, মোসাদ্দেক হোসেন ও নুরুল ইসলাম। তাসামুল হক ১০২ রান করেছেন। মোসাদ্দেক করেছেন ৮৫ রান। অন্যদিকে নুরুল ইসলামও হাফ সেঞ্চুরি করেছেন।
শুভাগত হোমও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ৯২ রানে বিদায় নিয়েছেন তিনি। জিম্বাবুয়ে এ দলের সাথে বাংলাদেশ এ দলের দ্বিতীয় আনঅফিসিয়াল ৪ দিনের টেস্ট গড়নের ম্যাচের শেষ দিন বুধবার।
এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ৩০৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৪০২ রান। দ্বিতীয় সেসনে খারাপ করেনি জিম্বাবুয়ে।
দ্বিতীয় সেসনে ব্যাট করতে নেমে এরই মধ্যে ২২৩ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। এই রিপোর্ট খেলার সময় বাংলাদেশের সামনে রয়েছে ১২৪ রানের লিড।
শেষ দিনে বাংলাদেশের সামনে আরো বড় লক্ষ্যমাত্রা দাঁড় করাতে চেষ্টা করবে জিম্বাবুয়ে। আর এগিয়ে থাকা টাইগাররা তো থাকবেই পাল্টা জবাব দেয়ার অপেক্ষায়।
১৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর