বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ১১:২২:০৯

ক্রিকেটের পর হকি, জয়ের আনন্দে উচ্ছ্বসিত বাংলাদেশ

ক্রিকেটের পর হকি, জয়ের আনন্দে উচ্ছ্বসিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মাশরাফির নেতৃত্বে জাতীয় ক্রিকেটে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। এবার সে ধারা অব্যহত রেখেছে যুব হকি দলও। জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বড় চমক দেখিয়েছে তারা। মালয়েশিয়ার কুয়ানতানে মঙ্গলবার এশিয়ার জায়ান্টদের ২-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নেয় টাইগাররা। গোল দুটি করেন সারোয়ার হোসেন ও মিলন হোসেন। এ জয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকলো বাংলাদেশের। এ নিয়ে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৭ বছর পর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ হকি দল। সেই স্বপ্ন যুব বিশ্বকাপ, যা ভারতে অনুষ্ঠিত হবে আগামী বছর। ওমান ও কোরিয়াকে হারিয়ে প্রথম পর্বে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। কোরিয়ার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ২৫ মিনিটেই গোল পায় বাংলাদেশ। রোমানের পাস থেকে কিছুটা এগিয়ে গিয়ে ব্যাকস্ট্রোকে গোল করেন সারোয়ার হোসেন (১-০)। ৪৬ মিনিটে সহ-অধিনায়ক মিলন হোসেন আরেকটি দর্শনীয় গোলের মাধ্যমে বাংলাদেশ জয়েরর দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। তাই খেলার সর্বশেষ স্কোর দাঁড়ায় বাংলাদেশ ২ কোরিয়া ০। ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে