মাথা ঘুরছিল, তারপরও দেশের কথা ভেবে খেলেছি : মাশরাফি
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগের দিনও মাশরাফি গণমাধ্যমকে জানিয়েছিলেন এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। কিন্তু তারপরও ‘নড়াইল এক্সপ্রেসের’ নেতৃত্বে সফরকারীদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। অথচ তখনও তিনি পুরোপুরি সুস্থ হননি। ডাক্তার বলেছিলেন পুরোপুরি আরোগ্য লাভ ও দূর্বলতা কাটাতে বেশ সময় লেগে যেতে পারে।
প্রশ্ন জাগতে পারে আসলেই তো সে সময়ে মাশরাফির মানসিক ও শারীরিক অবস্থাটা কেমন ছিল। দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজকে দেয়া এক সাক্ষাকারে সে সময়কার মনসিক ও শারীরিক অবস্থার কথা বর্ননা করেন তিনি।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘ যখন বোলিংয়ে আসলাম, কিন্তু আমার মাথা ঘুরছিল। রান আপে ছুটছি, মন হচ্ছে পুরো দুনিয়া চক্কর খাচ্ছে। শরীর প্রচণ্ড দুর্বল। বল ডেলিভারির সময় কখনও কখনও মনে হয়েছে যে মাথা ছিড়ে যাচ্ছে। ফিল্ডিংয়ে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে উল্টো হাঁটছি। কিন্তু মাঠে নামার পর তো আসলে এ সবকে প্রশ্রয় দেওয়ার উপায় নেই।
সিরিজের আগে প্রথম যে দুই দিন অনুশীলনে বোলিং করেছি; অনেক ভয় ছিল আমার। ভাবছিলাম, পারব কিনা খেলতে। এজন্যই প্রস্তুতি ম্যাচটা খেলতে চাইছিলাম। ওই ম্যাচের ৩ ওভারের পর আর পারছিলামই না। তবু নিজেকে চাপ দিয়েছি যে মূল ম্যাচ খেলতে হলে অন্তত ৪ ওভারের স্পেল আমাকে করতেই হবে। ওই ম্যাচে দুই স্পেলে ৭ ওভার করার পর আমি নিজেকে বোঝালাম যে এভাবেই মাথা ঘোরাবে, শরীর চলবে না। তবু নিজেকে পুশ করে খেলতে হবে।
১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�