বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০১:০৫:০১

তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, নানা পরিবর্তন স্কোয়াডে

তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, নানা পরিবর্তন স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক : শেষ ও তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। দ্বিতীয় টেস্টে টিম অস্ট্রেলিয়াকে রুখে দেয় নিউজিল্যান্ড। সিরিজ জয়ের জন্য তৃতীয় টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। দ্বিতীয় টেস্ট চলার সময় অসি তারকা মিচেল জনজন ঘোষণা দেন যে, এটাই তার জীবনের শেষ টেস্ট। তৃতীয় টেস্টে খেলবেন না তিনি। অন্যদিকে ফর্মে থাকা ওসমান খাজা ইনজুরিতে থাকায় পরিবর্তন এসেছে অসি দলে। জনসনের যায়গায় জেমস প্যাটিসন ও খাজার যায়গায় শন মার্শকে রাখা হয়েছে ১৩ সদস্য বিশিষ্ট দলে। ন্যাথান লায়ন দলে থাকলেও তার বিকল্প হিসাবে নেয়া হয়েছে স্টিভও কাফিকে। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট খেলেন এ অফ স্পিনার। জেমস প্যাটিশন এর আগে আহত হয়ে মাঠের বাইরে ছিলেন। অসি টিমের নির্বাচক রড মার্শ দারুণ খুশি তাকে দলে নিতে পেরে। তৃতীয় টেস্টে তিনি ভালো খেলবেন বলে আশাবাদ রডের কন্ঠে। অ্যাডিলেডে মাঠে নামার অপেক্ষায় তিনি। অসি স্কোয়াডে রয়েছেন : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, জস হ্যাজলউড, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, স্টিভও কাফি, জেমস প্যাটিসন, মিসেল স্কার্ক, পিটার সিডল ও অ্যাডাম ভোগাস। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ২০৮ রানের ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটি ড্র হয়। শেষ টেস্টের জন্য ২৭ নভেম্বর অ্যাডিলেডের ক্রিকেট গ্রাউন্ডে নামবে দুই দেশের ক্রিকেট সেনারা। ১৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে