বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৩:১৬:৫৭

ভ্যান ড্রাইভার থেকে যেভাবে বিখ্যাত ক্রিকেটার মিচেল জনসন

ভ্যান ড্রাইভার থেকে যেভাবে বিখ্যাত ক্রিকেটার মিচেল জনসন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিসেল জনসন। নিউজিল্যান্ডকেই সাক্ষী বানিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। পার্থেই জীবনের শেষ ম্যাচে মাঠে নামের জনসন। চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টে মাঠে নামেন জনসন। কিন্তু এমন সময়ই ক্রিকেটকে বিদায় জানান তিনি। পুরোদস্তুর ক্রিকেটার হয়ে ওঠার আগে ভ্যান চালিয়ে সংসারের খরচ নির্বাহ করতেন জনসন। এক দিকে ভ্যানের ড্রাইভার অন্যদিকে টেনিস বল হাতে তুলে নেন তিনি। সে সময় তার বয়স ছিল মাত্র ১৪। পরে ক্রিকেট প্যাকটিস করেন মিচেল জনসন। ক্রিকেটই ভাগ্যর চাকা ঘুরিয়ে দেয় তার। ১৯৯৮ সালে ১৭ বছর বয়সী জনসন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাকাডেমিতে ডাক পান । জনসনের সাথে স্বপ্ন দেখতে শুরু করে তার পরিবারও। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেনিস লিলি ছিলেন তার অনুপ্রেরণা। ক্রিকেটে আনতে তার পেছনে বড় অবদান এই লিলির। ২০০৭ সালের ৮ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ১৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে