বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৪:০৩:১৯

সফর শেষে বাংলাদেশের প্রশংসা করে যা লিখলেন অস্ট্রেলিয়ার ফুটবলার

সফর শেষে বাংলাদেশের প্রশংসা করে যা লিখলেন অস্ট্রেলিয়ার ফুটবলার

স্পোর্টস ডেস্ক : বিষয়টি হয়তো সবাইকেই অবাক করবে। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সেই অস্ট্রেলিয়া বাংলাদেশে ফুটবল লড়াইয়ে অংশ নিতে আসে। ঢাকার মাঠ ও পরিবেশ উপভোগ করেছেন তারা। দেশের রাজনৈতিক অবস্থা যখন টানটান উত্তেজনায় তখন এ দেশের মাটিতে পা রাখে টিম অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবার অবাক হওয়ার মত মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার এক ফুটবলার। অস্ট্রেলিয়া ফুটবল দলের তারকা ফরোয়ার্ড টিম কাহিল হ্যাট্টিক করে ৪-০ ব্যবধানে নিজ দেশকে জেতান। এই কাহিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপর সন্তুষ্ট। তিনি এক টুইটার বার্তায় লিখেন, আমরা বাংলাদেশে এসে প্রশংসা পাওয়ার মত অভ্যর্থনা পেয়েছি। বাংলাদেশে এসে আমরা যেমন আতিথিয়তা পেয়েছি যা ভুলে যাবার নয়। এখানে এসে আমরা মুগ্ধ হওয়ার মত নিরাপত্তা পেয়েছি। দুই দেশ ফের খেলার মাঠে নামতে পেরেছে বলে অভিভূত তিনি। বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনীকেও ধন্যবাদ জানান কাহিল। বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে সন্তুষ্টির কথা প্রকাশ করেন অস্ট্রেলিয়া দলের কোচ অ্যাঙ্গে পোস্তেকগলুও। ১৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে