বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৪:২৬:৩০

নেইমারের বাবা চান না ছেলে বার্সায় খেলুক

নেইমারের বাবা চান না ছেলে বার্সায় খেলুক

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির অবর্তমানে ক্লাব বার্সায় একের পর এক চমক দেখিয়ে বেড়াচ্ছেন ব্রাজিল তারকা নেইমার। মেসিহীন বার্সার অভাবটা কিছুতেই ভক্ত-সমর্থকদের বুঝতে দিচ্ছেন না কোচ এনরিকের এই শিষ্য। উরুগুয়ের সুপারস্টার সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ দল ঘায়েল করে মজায় লুটাচ্ছেন সতীর্থদের। কিন্তু স্পেন ও ব্রাজিলে কর ফাঁকির অভিযোগ নিয়ে এক প্রকার বিরক্ত নেইমার ও তার পরিবার। তাই তার বাবা মনে করছেন, এই সমস্যা থেকে রেহাই পেতে হয়তোবা বার্সা ছাড়তে বাধ্য হবেন নেইমার। এ প্রসঙ্গে নেইমারের বাবা এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা তার (নেইমার) চুক্তি নবায়ন নিয়ে কথা বলছি। তবে স্পেনের উচিত আমাদের এ পরিস্থিতিতে বিষয় গুলো আমলে নেয়া। এটা দিন দিন আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কেননা আমরা একের পর এক স্পেন ও ব্রাজিলের বিভিন্ন আক্রমনের শিকার হচ্ছি। নেইমার একজন তারকা এবং নিজের ভাবমূর্তি ধরে রেখে তার এখানে এবং ব্রাজিলে খেলা দরকার।’ চলতি মৌসুমের শুরুতে নেইমারকে দলে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ প্রসঙ্গে তার বাবা বলেন, ‘আমরা এ ব্যাপারটি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। আমরা দুই, তিন, চার, পাঁচ কিংবা দশ বছর স্পেনে থাকতে চাই না। আমাদের ধরণ ভুল ছিল এমন মন্তব্য পরবর্তীতে শুনতে চাই না। এখন এসব ব্যাপার নিয়ে আমাদের কথা বলা উচিত।’ ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে