স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার বার্সালোনায় ১৫ বছর পূর্ণ হল লিওনেল মেসির। ২০০০ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম বার্সায় এসেছিলেন মেসি। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। আর্জেন্টিনার রোজারিওর ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ থেকে পেশাদার ফুটবলার হওয়ার একবুক স্বপ্ন নিয়ে আসেন বার্সালোনায়।
বাকিটা আজ ইতিহাস। ২০০১ সালের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব ১৪ দলের হয়ে বার্সার জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ম্যাচে এস্পোর্টিভার বিরুদ্ধে পায়ের ফিবুলা ভেঙে বসেন। ২০০৩ সালের ১৬ নভেম্বর পোর্তোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে বার্সার সিনিয়র দলের হয়ে অভিষেক ম্যাচে খেলতে নামেন।
মাত্র ১৬ বছর ১৪৫ দিন বয়সী মেসিকে মাঠে নামান ফ্র্যাঙ্ক রাইকার্ড। সেই মরশুমেই মিনিয়েস্তাদিতে মারাতোর বিরুদ্ধে বার্সা ‘বি’ দলের হয়ে সরকারিভাবে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। দিনটা ছিল ১১ মার্চ ২০০৪। ১১ মাস বাদে এস্পানিয়লের বিরুদ্ধে ম্যাচে সরকারিভাবে লা লিগায় অভিষেক হয় মেসির।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি