যে কারণে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রাঙ্ক লয়ি পদত্যাগ করেছেন। কারণ হিসেবে তিনি শারিরিক অক্ষতার কথা জানিয়েছেন। তার পদত্যাগে সকারু ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে যোগ দিয়েছেন লয়ি'র ছেলে স্টিভেন।
৮৫ বছর বয়সী ফ্রাঙ্ক লয়ি গত সপ্তাহে অসুস্থতার কারণে ছুটির আবেদন করেন। ফ্রাঙ্ক লয়ি জানান যে, তিনি অসুস্থ হওয়ার কারণে পদত্যাগ করছেন। টানা ১২ বছর ধরে তিনি অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন প্রধানের দায়িত্ব পালন। অজিদের ফুটবল উন্নয়নে বিশেষ অবদান রয়েছে ৮৫ বছর বয়সী 'গডফাদার' খ্যাত ফ্রাঙ্ক লয়ি। এছাড়াও তাঁর নেতৃত্বে ১৯৭০ সালে জাতীয় সকার লিগ চালুর পর অস্ট্রেলিয়া ফুটবলে গতি আসে।
১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস