বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৫:১২:২১

আপতত বিপিএল নিয়েই ভাবছেন নাফিস

আপতত বিপিএল নিয়েই ভাবছেন নাফিস

স্পোর্টস ডেস্ক: জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে আগামী ২০ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। বিপিএলের তৃতীয় আসরকে ঘিরে বুধবার দুপুরে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট একাডেমির মাঠে দলের হয়ে অনুশীলনের সময় সাংবাদিকদের সাথে কথা বলেন বরিশাল বুলসেরর খেলোয়াড় শাহরিয়ার নাফিস। গত এক সপ্তাহ ধরে বিকেএসপিতে বরিশাল বুলসের অনুশীল চলছে। সে বিষয়ে নাফিস সাংবাদিকদের জানান, ‘ আসন্ন বিপিএলকে সামনে রেখে গত এক সপ্তাহ ধরে আমরা বিকেএসপিতে অনুশীলন করায় প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। আর বিপিএলের প্রতিটি ম্যাচেই আমরা ভাল পারফর্ম করতে চাচ্ছি। এছাড়া গেল এক দেড় বছর ঘরোয়া ক্রিকেট লিগেও আমার যে পারফরম্যান্স তাতে আশা করছি বিপিএলে নিজেকে ভাল ভাবেই প্রমাণ করতে পারবো’। ক্রিস গেইলের মত বিশ্ব নন্দিত খেলোয়াড় মাঠে থাকবেন বরিশালের হয়ে।তাতে দল কতটুকু ভালো খেলবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাফিস বলেন, ‘ ক্রিস গেইল বড় খেলোয়াড় হলেও ভাল ফলাফলের জন্য দলের বাকি ১০ জনকেই পারফর্ম করতে হবে। আর বিপিএলের মত তুমুল প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে জয় পেতে শুধু বিদেশী খোলোয়াড়দের উপর নির্ভরশীল হলেই দল ভাল করতে পারবে না। সেই সঙ্গে দেশী খোলোয়াড়দেরও ভাল খেলতে হবে’। র্দীঘ দিন ধরে জাতীয় দলের হয়ে খেলছেন না শাহরিয়ার নাফিস। আসন্ন বিপিএল আসরটিতে ভালো খেলে দলে ফেরার আগ্রহ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন। এমন প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ‘আপাতত জাতীয় দলকে নিয়ে একবারেই ভাবছেন না। বিপিএলে ভাল করলে টিম ম্যানেজমেন্ট যদি মনে করেন যে তিনি খেলবেন তাহলে অবশ্যই জাতীয় দলে যোগ দিবেন। ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে