যে বিষয়টির উপর নির্ভর করছে সৌম্য সরকারের বিপিএল
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট টিমে সৌম্য সরকারের অভিষেকটা হয় রাজকীয়ভাবে। সৌম্য সরকারের অভিষেকের পরেই ওয়ানডে ক্রিকেটে জয়ের ধারায় আসে বাংলাদেশ।
সদ্য সমাপ্ত বাংলাদেশের ওয়ানডে সিরিজে দলে ছিলেন না সাতক্ষীরা থেকে উঠে আসা সৌম্য সরকার। কিন্তু ঠিকই সাফল্য অব্যাহত রাখে তার সতীর্থরা।
কয়েকদিন আগে আহত হয়ে মাঠের বাইরে যান সৌম্য সরকার। এখন কিছুটা সুস্থ হয়েছেন তিনি। ২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। কিন্তু এই আসরের খেলার জন্য এখনো চিকিৎসকদের অনুমতি পাননি সৌম্য সরকার।
সৌম্য সরকারের বিশ্বাস বিপিএলে অংশ নিতে পারবেন তিনি। তবে ব্যক্তিগতভাবে সৌম্য সিদ্ধান্ত নিয়েছেন যে নিজেকে ফিট রাখার জন্য বল করবেন না ২০১৫ বিপিএল আসরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা সৌম্য সরকারের শারীরিক অবস্থা ফের টেস্ট করবেন। এই টেস্টের পর বিসিবি জানাবে যে, সৌম্য বিপিএল আসরে কখন থেকে মাঠে নামবেন। আর এই বিষয়টির উপর নির্ভর করছে সৌম্য সরকারের বিপিএল খেলা।
১৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�