শুরু হয়ে গেল বিপিএলের মিশন
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ শেষ করে আবারও ব্যস্ত হয়ে গেলেন জাতীয় দলের তারকারা।টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের জন্য শুরু হয়ে গেল মিশন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো রংপুর রাইডার্স, সিলেট সুপারস্টার্স, চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডিনামাইটসের প্রস্তুতি।
দীর্ঘ বিরতি পর এবার ভিন্ন অঙ্গীনে শুরু হল বিপিএলের তৃতীয় আসরের দলগুলোর অনুশীলন। আজ বিসিবি একাডেমিতে পাশাপাশি রুদ্ধদ্বার হয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে রংপুর রাইডার্স, সিলেট সুপারস্টার্স ও চিটাগাং ভাইকিংস এবং ঢাকা ডিনামাইটসকে।
টাইগার দলের সর্বোচ্চ পুরানো মুখ আব্দুর রাজ্জাক, খুলনার ছেলে এবারের বিপিএলে মাঠ মাতাবেন সিলেট সুপারস্টারসের জার্সি গায়ে। দলের আরেক মুখ জাতীয় দলের বাইরে থাকা জুনায়েদ সিদ্দিকী, ২০০৭ সালে টি-টোয়েন্টি দিয়েই যার পথচলা শুরু। কোচ সারোয়ার ইমরান ও অধিনায়ক মুশফিক রহিমের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রা যোগ দিলে এবার দারুণ করবে সুপাস্টারর্স, এমনটাই জানালেন তারা।
অন্যদিকে রংপুরের দায়িত্বে আছেন, বাংলাদেশ ক্রিকেটের বড় নাম মোহাম্মদ রফিক। সৌম্যকে নিয়ে খানিকটা শঙ্কা থাকলেও, সময়মত দলের সাথে যোগ দেবেন সাকিব। জাতীয় দলের নিয়মিত মুখ আরাফাত সানী সহ মোট ৪ জন বাঁহাতি স্পিনার রংপুরে। এদিকে, ইনজুরি কাটিয়ে চিটাগাং ভাইকিংসের হয়ে অনুশীলনে ফিরেছেন তাসকিন আহমেদ।
১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস