শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৯:৩৮

ভারত সিরিজ নিয়ে বোমা ফাঁটালেন শহিদ আফ্রিদি

ভারত সিরিজ নিয়ে বোমা ফাঁটালেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : দেশের বোর্ড কর্তাদের ভারতীয় বোর্ডের পেছনে ছোটাছুটি বন্ধ করার পরামর্শ দিলেন শহিদ আফ্রিদি। ডিসেম্বরে আমিররাতে ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এখন বিশ বাঁও জলে। দুই দেশেই চলছে সমান বিতর্ক।

সে প্রসঙ্গে কথা উঠতেই আফ্রিদি বলেন, ‘ভারতের সঙ্গে খেলার জন্য আমাদের এত আগ্রহ দেখানোর কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করি না। একটা সিরিজের জন্য কেন ওদের পেছনে দৌড়চ্ছি, সেটা বুঝতে পারছি না। যদি ভারত আমাদের সঙ্গে খেলতে না চায়, তা হলে কেন আমরা ওদের সঙ্গে খেলার এত আগ্রহ দেখাচ্ছি?’ ভারতের পেছনে না পড়ে থেকে অন্যান্য দলকে পাকিস্তান সফরে আনার জন্য বোর্ড কর্তাদের আরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন আফ্রিদি। ২০০৮ সাল থেকে পাকিস্তানি ক্রিকেটাররা যে আই পি এলে খেলতে পারছে না, সে কথাও তুলে ধরেন তিনি।

ওদিকে এদিন লাহোরে জাতীয় আকাদেমিতে আফ্রিদির সঙ্গে দেখা হয়েই স্পট ফিক্সিংয়ের জন্য ক্ষমা চেয়ে নেন সালমান বাট। উল্লেখ্য, স্পট ফিক্সিং কাণ্ডের সময় আফ্রিদিই দলের অধিনায়ক ছিলেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘আফ্রিদি আসতেই ইংল্যান্ডের ঘটনার জন্য ওঁর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন বাট। সতীর্থদের মাঝে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই অপ্রস্তুতিতে পড়ে গিয়েছিলেন আফ্রিদি। তিনি বাটকে ক্রিকেটে ফোকাস করার পরামর্শ দিয়েছেন।’
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে