ভারত ক্রিকেট বোর্ডকে সাফ জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান
স্পোর্ঠস ডেস্ক: ভারতের মাটিতে ডিসেম্বরে পাকিস্তান সিরিজ খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। বরং চুক্তি অনুযায়ী ভারতকে সংযুক্ত আরব আমিরাতে খেলার কথা স্মরণ করিয়ে দিলেন তিনি। এ ছাড়াও আগামী বছর ভারতের অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সফরের ব্যাপারেও হুমকি দিয়ে রাখলেন পিসিবি প্রধান।
চলতি বছরের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে পাক-ভারত ক্রিকেট সিরিজ হওয়ার কথা ছিল। ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চায় ইন্দো-পাক সিরিজটা ভারতের মাটিতে হোক। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান তা চায় না তিনি ভারতের এ প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে।
পিসিবির প্রধানের কথা হচ্ছে ডিসেম্বরে আমরা ভারতে গিয়ে সিরিজ খেলার কোনো প্রশ্নই আসে না। পাকিস্তান এ সফর করবে না। আরব আমিরাতে খেলার ব্যাপারে পিসিবির সঙ্গে বিসিসিআই-এর চুক্তির প্রতি সম্মান দেখানো উচিৎ। ২০১৪ সালে দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি চুক্তি হয়। সেখানে আমিরাতে পাকিস্তানের সঙ্গে ভারতের সিরিজ খেলার কথা ছিল।
১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস