বৃষ্টির কাছে হার মানলো বেঙ্গালুর টেস্ট
স্পোর্টস ডেস্ক: বৃষ্টির বাধায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বেঙ্গালুর টেস্ট ড্র হয়েছে। ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই টেস্টে মাত্র একদিন খেলা হয়। দ্বিতীয় দিন থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় টেস্টের শেষ চারদিন কোনো খেলা হয়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ও ড্র ঘোষণা করতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।
চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত বেঙ্গালুর টেস্টের প্রথম দিনে সফরকারী দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে মাত্র ২১৪ রান সংগ্রহ করে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের প্রথম ইনিংসে ধস নামিয়েছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তারা উভয়েই ৪টি করে উইকেট নিয়েছেন। প্রোটিয়াদের প্রথম ইনিংসের ২১৪ রানের জবাবে ভারত প্রথম দিনেই তাদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। দুই ওপেনার মুরালি বিজয় ২৮ রান ও শিখর ধাওয়ান ৪৫ রান করে ক্রিজে ছিলেন।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ভারত। মোহালিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে জয় পায় ভারত। তৃতীয় টেস্ট নাগপুরে ২৫ নভেম্বর থেকে শুরু হবে।
১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�