স্পোর্টস ডেস্ক : শেষ ২ ওভারে দরকার ছিল ২২ রান৷ মহেন্দ্র সিং ধোনি জয়সূচক রান নিয়ে ‘হেল্প ফর হিরোজ’ দলকে জিতিয়ে পেলেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার৷ ধোনি করলেন ৩৮ রান৷ বীরেন্দ্র শেহবাগ পেলেন ৩০ রান৷ এই দুই ভারতীয় ব্যাটসম্যানকে ধুন্ধুমার ব্যাটিং করতে দেখে ওভালে উপস্থিত ২০ হাজার দর্শক খুশি মনে বাড়ি ফিরে গেলেন৷ অবশিষ্ট বিশ্ব একাদশ ৪ উইকেটে হেরে গেল৷
প্রথম ব্যাট করে ব্রেন্ডন ম্যাকালামের অবশিষ্ট বিশ্ব একাদশ ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তুলেছিল৷ হেল্প ফর হিরোজ ১৯.৩ ওভাবে ৫ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে গেল৷ অসুস্থ প্রাক্তন ক্রিকেট তারকাদের সাহায্যার্থে আয়োজিত এই ম্যাচ থেকে উঠল সাড়ে ৬ লাখ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৬৫ কোটি টাকা)৷ অ্যালান ল্যাম্ব, মাইকেল হোল্ডিং, ডেভিড গাওয়ার, গ্যারি কারস্টেন, ইয়ান বথাম, সুনীল গাভাসকাররা এই প্রদর্শনী ম্যাচে, দুই শিবিরে, ম্যানেজারের ভূমিকায় ছিলেন৷
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি