পাঁচদিনের টেস্ট একদিন খেলেই হতাশ কোহলি
স্পোর্টস ডেস্ক: ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার বেঙ্গালুর টেস্ট মাত্র একদিন খেলা হয়। দ্বিতীয় দিন থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় টেস্টের শেষ চারদিন কোনো খেলা হয়নি। ফলে পাঁচদিনের এই টেস্ট ম্যাচটি একদিন খেলেই পরিত্যক্ত ও ড্র ঘোষণা করতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। ম্যাচের এমন ফয়শালা দেখে অনেকটাই হতাশ ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ কারণ খেলার যা গতি-প্রকৃতি ছিল তাতে প্রথম দিনের শেষে চালকের আসনেই ছিল ভারতীয় দল৷
পঞ্চম দিনও খেলা ম্যাচটি পরিত্যক্ত ও ড্র ঘোষণার পর সম্মেলনে এসে হতাশা কোহলি জানান, প্রথম দিনের শেষে ভালো জায়গায় থাকার পর দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা ভেস্তে যাওয়াটা খুবই হতাশাজনক৷ একটি টেস্ট ম্যাচকে শুরু থেকে তৈরী করাটা খুবই কঠিন৷ প্রথম দিন আমরা কাজটা সফলভাবে করতেও পেরেছি কিন্তু খারাপ আবহাওয়ার জন্য পরের চারদিন খেলাই হল না৷ মাঠে এসে খেলতে না পারলে সত্যিই খুব খারাপ লাগে৷ দেড় দিনে খেলায় ফল পাওয়া যাবে এই ভাবনা অবাস্তব৷ তবুও আমরা ভেবেছিলাম চতুর্থ দিনের কিছুটা ও পঞ্চম দিনটা পেলে তাও একবার চেষ্টা করা যেত৷ কিন্তু তাও হল না এর সঙ্গেই তিনি যোগ করেন,‘টেস্টে একটি বা দু’টি দিন নষ্ট হলে অতিরিক্ত দিন থাকলে তা কাজে আসে কিন্তু যখন চারটে দিনই নষ্ট হয়ে যায় তখন অতিরিক্ত দিনের ব্যাপারটা অবাস্তব হয়ে পড়ে৷
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ভারত। মোহালিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে জয় পায় ভারত। তৃতীয় টেস্ট নাগপুরে ২৫ নভেম্বর থেকে শুরু হবে। ১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস