বিপিএল খেলতে শ্রীলংকা থেকে আসবে ওরা সাতজন
স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কার মেঘ কেটে গেল। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ সাত ক্রিকেটারকে বাংলাদেশের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারা হলেন- অজন্তা মেন্ডিস, তিলকারতেœ দিলশান, সুচিত্রা সেনানায়েকে, জীবন মেন্ডিস, সেকুগ্নে প্রসন্ন, থিসারা পেরেরা, চামারা কাপুগেদারা।
শ্রীলংকার ঘরোয়া ক্রিকেট লিগ এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় তাদেরকে ছাড়পত্র দিচ্ছে এসএলসি। ২০ নভেম্বর শ্রীলংকার ঘরোয়া লিগ শুরু কথা ছিল; সেটি পিছিয়ে এখন ২৭ নভেম্বর শুরু হচ্ছে। এদিকে বিপিএল শুরু হবে ২২ নভেম্বর।
চুক্তিতে থাকা সাত ক্রিকেটারকে বিপিএলে খেলার অনুমিত দেওয়ার ক্ষেত্রে ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের বিষয়টি বিবেচনায় নিয়েছে এসএলসি। অনাপত্তিপত্র পাওয়া ওই ক্রিকেটাররা শ্রীলংকার এশিয়া কাপের দলে থাকার সম্ভাবনা রয়েছে।
এক সপ্তাহ আগে শ্রীলংকান ক্রিকেটারদের বিপিএলে খেলার অনাপত্তিপত্র বা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেবে না বলে জানিয়েছিল এসএলসি। এসএলসির বর্তমান অবস্থান বিসিবির সঙ্গে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার অংশ বলেই মনে করা হচ্ছে।
এসএলসির চুক্তির বাইরে থাকা কুমার সাঙ্গাকারা ও দিলশান মুনাবিরার মতো ক্রিকেটারদের অবশ্য বিপিএল খেলতে বাঁধা ছিল না।
১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�