বিপিএলে মাশরাফির সঙ্গী হতে পেরে যা বললেন রাব্বি
স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলে ধারাবাহিক পারফরম্যান্সের জের হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন পেসার কামরুল ইসলাম রাব্বি। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে গোটা সিরিজটা ডাগআউটেই কাটাতে হয়েছিল তাকে। কোনো ম্যাচই খেলা হয়নি তার। ম্যাচ না খেলতে পারলেও খুব আক্ষেপ নেই কামরুলের। জাতীয় দল, ড্রেসিংরুম, দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েই খুশি তিনি।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ডানহাতি এই পেসার। দলটির অধিনায়ক ও আইকন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। পেসার কামরুলের আইডলও মাশরাফি। বিপিএলে মাশরাফির দলে সুযোগ পেয়ে আনন্দিত কামরুল। মাশরাফির সঙ্গে নতুন বলে বোলিংয়ের স্বপ্ন ছিল এ তরুণের। যে স্বপ্ন পূরণ হতে পারে বিপিএলে। আর সেই মুহূর্ত কল্পনায় রোমাঞ্চিত কামরুল।
বুধবার বিসিবি একাডেমি মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে কামরুল বলেন, জাতীয় দলে যখন আমি চান্স পাই তখনই আমার মাথায় ছিল মাশরাফি ভাই আমার খুব পছন্দের খেলোয়াড়। দেশিও খেলোয়াড়দের মাঝে আমার আইডল বললেই চলে। তার সঙ্গে বল করবো এটা ছোট বেলা থেকে আমার স্বপ্ন ছিল। তার সঙ্গে বল করবো এটা ভেবেই ভালো লাগতেছে। আশা করতেছি তার সঙ্গে বোলিংটা ভালো ভাবে করতে পারবো।
মাশরাফির সঙ্গে খেলাটা ভাগ্যের বিষয় জানিয়ে ডানহাতি এ পেসার বলেন, মাশরাফি ভাই আমাদের দেশের অধিনায়ক তাই সেক্ষেত্রে তার দলে খেলতে পারা ভাগ্যের ব্যাপার। আর তার অধিনায়কত্বে ইনশাল্লাহ ভালো করবো।
১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�