বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৯:৫৬:২০

অস্ট্রেলিয়া টেস্ট দলে বিস্ময়করভাবে ডাক পেলেন বাঁহাতি এক স্পিনার

অস্ট্রেলিয়া টেস্ট দলে বিস্ময়করভাবে ডাক পেলেন বাঁহাতি এক স্পিনার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল জনসনের অবসরের সুবাদে দলে ফিরেছেন জেমস প্যাটিনসন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টকে সামনে রেখে ঘোষিত স্কোয়ার্ডে বিস্ময়করভাবে ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে বাঁহাতি স্পিনার স্টিভ ও কেফি। গত বছর পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ও কিফের অভিষেক হয়েছিল। ক্যারিয়ারে এই একটিমাত্র টেস্ট খেলার সুযোগ হয়েছে ৩০ বছর বয়সী ও কিফের। কিন্তু তখন থেকেই তিনি নির্বাচকদের সুবিবেচনায় ছিলেন। এডিলেড টেস্টে গ্লেন ম্যাক্সওয়েল ও এ্যাস্টন অ্যাগারকে বাদ দিয়ে তৃতীয় স্বীকৃত স্পিন বোলার হিসেবে এবার ও কিফের ডাক পাওয়া অবশ্য অনেককেই বিস্মিত করেছে। দিবা-রাত্রির এই টেস্টে প্রথমবারের মত গোলাপি বলে সাদা পোষাকে টেস্ট খেলতে নামছে দুই দেশের খেলোয়াড়রা। পার্থে ড্র হওয়া দ্বিতীয় টেস্টের দলে আর কোন পরিবর্তন আনা হয়নি। তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, শন মার্শ, এ্যাডাম ভোজেস, মিশ মার্শ, পিটার নেভিল, মিশেল স্টার্ক, জোস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, নাথান লায়ন, স্টিভ ও কিফ, পিটার সিডল। ১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে