কাল বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে চায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ খেলতে স্বপ্ন বিভোর বাংলাদেশ জুনিয়র হকি দল। সামনে একটি মাত্রই বাধা। প্রতিপক্ষ জাপান। এই জাপানকে হারাতে পারলেই বিশ্বকাপের খেলা প্রায় নিশ্চিত বাংলাদেশ হকি দলের। কাল (বৃহস্পতিবার) উইসমা বেলিয়া হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
চলতি জুনিয়র এশিয়া কাপের নিয়ম অনুযায়ী, ৮ দেশের মধ্যে আয়োজক ভারতসহ সেরা ৪ দল সুযোগ পাবে ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপে খেলার। সেক্ষেত্রে ভারত সেমিফাইনালে না পৌঁছালে শীর্ষ ৩ দল বিশ্বকাপে খেলবে। তাই বাংলাদেশকে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে ভারত-ওমান ম্যাচের দিকেও। কারণ কাল আসরের ৪টি কোয়ার্টার ফাইনালই অনুষ্ঠিত হবে। কালের এই ম্যাচে প্রথমত বাংলাদেশ জিততে হবে; সঙ্গে ভারত ওমানকে হারালেই ২০১৬ সালের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্ব যুব হকিতে খেলবে বাংলাদেশ।
১৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস