বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০২:৩৬:৪২

'কখন অবসর নেবেন, সেই দায়িত্ব ধোনির'

'কখন অবসর নেবেন, সেই দায়িত্ব ধোনির'

স্পোর্টস ডেস্ক : সামনের মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের এক বছর পূর্ণ হবে ধোনির। একদিনের দলে অধিনায়ক হিসেবে থাকলেও সেখানেও প্রতিনিয়ত সমালোচনা শুনতে হচ্ছে তাকে। বিশেষত, চলতি বছরে একটি সিরিজেও জয় পাননি তিনি। বাংলাদেশের ঘরের মাঠে সিরিজে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এসেছে লজ্জাজনক হার। বিশেষজ্ঞরা দাবি তুলছেন, এখনই বিরাট কোহলিকে একদিনের ম‍্যাচের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক। এমনকী, ধোনির অবসর নেওয়া উচিত বলেও মনে করছেন কেউ কেউ। কিন্তু ভারতের সাবেক ব‍্যাটসম‍্যান গুন্ডাপ্পা বিশ্বনাথ জানালেন, ধোনি কখন অবসর নেবেন, সেই দায়িত্ব তার ওপরেই ছেড়ে দেওয়া উচিত। বেঙ্গালুরুতে ভারতের টেস্ট চলাকালীন জানালেন, ‘অবসর নেওয়াটা প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। কাউকে জোর করে অবসর নিতে বলা যায় না। ধোনি ভারতের জন‍্যে অনেক কিছু দিয়েছে। তাই ও ভালই জানে কখন ওর অবসর নেওয়া উচিত।’ তিনি এও জানান, বিসিসিআই–য়ের উচিত, কোনও খেলোয়াড়কে অবসর নিতে বলার বদলে তাকে ইঙ্গিত দিয়ে রাখা। যাতে সেই খেলোয়াড় নিজেই বুঝতে পেরে অবসর নেন। ধোনির ক্ষেত্রে সেটা করা উচিত কি না, তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি বিশ্বনাথ। তবে বিরাট কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত শোনাল বিশ্বনাথের গলা। জানালেন, ম‍্যাচের পরিস্থিতি যাই হোক না কেন, বিরাটের জেতার মনোভাবটাই পার্থক্য গড়ে দেয়, ‘কোহলির নেতৃত্বে এখনও পর্যন্ত কিন্তু ভালই খেলছে ভারত। একটা তরুণ দল। ব্যাটিংটাও বেশ ভাল। তবে সব থেকে যেটা ভাল লাগে, ওর জেতার মনোভাবটা। এটা খুব ভাল লক্ষণ এবং এরকমটাই ভবিষ্যতে হওয়া উচিত।’ বিশ্বনাথের মতে, বিরাট বাদে দলের ব্যাটিংয়ের মূল কান্ডারি বর্তমানে মুরলী বিজয় এবং অজিঙ্ক রাহানে। বিশেষত, ইংল্যান্ডে যেভাবে ব্যাট করেছেন বিজয়, তা দেখে মুগ্ধ বিশ্বনাথ। বলেন, ‘বিজয়ের ধারাবাহিকতাই আমার ভাল লাগে। সেই ইংল্যান্ড থেকে দেখছি, ও নিয়মিত ভাল খেলে আসছে। টেস্টে কোন বল ছাড়তে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ের সেই জ্ঞানটা অসাধারণ।’ ১৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে