বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৩:২৯:০৯

নিজের ঘরের মাঠে অগ্নি পরিক্ষা কোহলির!

নিজের ঘরের মাঠে অগ্নি পরিক্ষা কোহলির!

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজেই নিজের ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। বীরেন্দ্র শেহবাগও অবসরের পরে নিজের শহরে সংবর্ধনা পেতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। কারণ দিল্লি হাইকোর্টের রায়ে ভারত–দক্ষিণ আফ্রিকা চতুর্থ টেস্ট দিল্লি থেকে সরছে না। এই টেস্টের যাবতীয় ব‍্যবস্থাপনা দেখার জন‍্য বিচারপতি মুকুল মুদগালকে নিয়োগ করেছে আদালত। দিল্লি হাইকোর্ট বলেছে, ‘ম‍্যাচ সরিয়ে নিয়ে আমরা সাধারণ মানুষ এবং প্লেয়ারদের শাস্তি দিতে চাই না।’ তবে দিল্লি অ‍্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ‍্যাসোসিয়েশন (ডিডিসিএ)–কে সম্পত্তি কর হিসেবে বকেয়া ৫০ লক্ষ টাকা দু’সপ্তাহের মধ‍্যে সাউথ দিল্লি মিউনিসিপ‍্যাল কর্পোরেশনকে দিতে হবে। আদালতের রায়ে স্বাভাবিকভাবেই স্বস্তিতে ডি ডি সি এ। সহ–সভাপতি চেতন চৌহান বলেন, ‘একটা বড় বাধা আমরা টপকালাম। আমরা বিচারপতি মুদগালকেও স্বাগত জানাচ্ছি।’ বিচারপতি মুদগালও নতুন দায়িত্ব পেয়ে খুশি। খুশি দুই দলও। দিল্লি থেকে ম‍্যাচ সরলে তা পুনেতে চলে যেত। পুনের পাটা উইকেট নিয়ে কোহলি অস্বস্তির কথা জানিয়েছেন। আর দিল্লির ফিরোজ শা কোটলা স্পিনারদের স্বর্গরাজ‍্য। ফলে অশ্বিন, জাদেজারা খুশি হবেন, বলাই বাহুল‍্য। খুশি দক্ষিণ আফ্রিকাও। সেটা অন‍্য কারণে। ৭ ডিসেম্বর দিল্লি টেস্ট শেষ হচ্ছে বলে পরের দিন ভোর ৪টায় দিল্লি থেকেই তাদের জোহানেসবার্গে ফেরার বিমানের টিকিট কাটা আছে। ম‍্যাচ সরলে সেগুলো সবই বাতিল করতে হত। ১৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে