ভারতে এসে বাংলাদেশের কথা মনে পড়ছে দ.আফ্রিকার
স্পোর্টস ডেস্ক : ডেইল স্টেন এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি? সেই মোহালি টেস্টের সময় কুঁচকিতে টান ধরে ছিল। এখনও ঠিক হননি। তেমনই আভাস দিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হাসিম আমলা। ‘যদি বলা হয় আগামীকাল টেস্ট খেলতে হবে তা হলে স্টেন মাঠে নামতে পারবে কি না তা নিয়ে আমি একশো শতাংশ নিশ্চিত নই। এখনও ওর রিহ্যাব চলছে। দেখা যাক।’
বেঙ্গালুরুতেই রিহ্যাব করছেন দক্ষিণ অফ্রিকার জোরে বোলার ডেইল স্টেন। বৃহস্পতিবার বিশ্রাম, শুক্রবার চিন্নাস্বামীতেই আবার ফিটনেস পরীক্ষা নেওয়া হবে স্টেনের। সিরিজে ০–১ ব্যবধানে পিছিয়ে হাসিম আমলার দল। বেঙ্গালুরুতে প্রথম দিন বেশ ধাক্কা খেয়েছে তার দল। বৃষ্টি বাঁচিয়ে দিল প্রোটিয়াদেরকে। হাসছেন আমলা, ‘আশা করা যায় নাগপুরে ক্রিকেটের আদর্শ আবহাওয়া থাকবে। বেঙ্গালুরুতে আমাদের হাতে কিছু ছিল না। এখানকার আবহাওয়া দেখে আমাদের বাংলাদেশের কথা মনে হয়েছে। বাংলাদেশেও বৃষ্টির জন্য খেলা হয়নি।’
বেঙ্গালুরুতে প্রথম দিনই আগে ব্যাট করে মুখ থুবড়ে পড়ে আমলার দল। টস কি ফ্যাক্টর হয়ে গেছিল? মানতে চাইলেন না আমলা। ‘টসে জিতলে আমরাই আগে ব্যাট করতাম। আমাদের উচিত ছিল ডি’ভিলিয়ার্সের সঙ্গে দাঁড়ানো। সেটাই করতে পারিনি। ব্যাটিং ভাল হয়নি। তবে টেস্টে একদিনে জেতার ব্যাপার থাকে না। ম্যাচ হলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। আশা করছি, নাগপুরে ভাল ক্রিকেট খেলবো আমরা।’
১৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস