‘মুস্তাফিজ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলার’
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর বালক মুস্তাফিজুর রহমান। যিনি অতি অল্প সময়ে ক্রিকেট বিশ্বে নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছেন তার অসীম যোগ্যতা ও বোলিং কারিশমার বলে। বোলিংয়ে তার ধারাবাহিকতা দেখে ইতিমধ্যে ক্রিকেটবোদ্ধার তার মাঝে খুঁজতে শুরু করেছেন আগামীর ক্রিকেট বাংলাদেশকে। কেউ কেউ তার মাঝে খুঁজে পেয়েছেন ওয়াসিম আকরাম-গ্লেন মেগ্রার প্রতিচ্ছবি। তাকে নিয়ে সবার স্বপ্ন একদিন সাতক্ষীরার মুস্তাফিজ বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাটা উঁচু করে ধরবে।
জনপ্রিয় গণমাধ্যম বিডি নিউজ টোয়েন্টিফোরকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশের এই উদীয়মান পেসারকে নিয়ে জানিয়েছেন বেশ কিছু সম্ভবনার কথা।
তিনি বলেন, `আমি বিশ্বাস করি, মুস্তাফিজের বোলিং অ্যানালাইসিস করেও খুব বেশি লাভ নেই। হয়ত সাবধানে খেললে উইকেট কম দেওয়া যাবে ওকে, তবে রান নেওয়া কঠিন। আমার ‘গাট ফিলিং’ যেটা বলে, মুস্তাফিজ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ও যদি ঠিক পথে থাকে, তাহলে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেট ওকে অন্যরকমভাবে মনে রাখবে। ওর জন্য বাংলাদেশের ক্রিকেটের অনেক সুনাম হবে, অনেক গৌরব বয়ে আনবে।
ওর যা সামর্থ্য, তাতে বিশ্বের সব বড় বড় বোলারের রেকর্ড সে ভাঙতে পারবে। ওর জন্য বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে যাবে, লিখে রাখতে পারেন।'
১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর