বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১০:২৩:২১

টেইলরের জিভ বের করে আনন্দ উদযাপন রহস্য

টেইলরের জিভ বের করে আনন্দ উদযাপন রহস্য

স্পোর্টস ডেস্ক: ইদানিং নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান রস টেইলরকে দেখা যায় শতকের পর অদ্ভুত ভঙ্গিতে শতক উৎযাপন করতে। এক হাতে ব্যাট আর অন্য হাতে হেলমেট ধরে জিভ বের করে দেন এই কিউই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৯০ রানের ইনিংস খেলার পথেও সেই চিরচেনা ভঙ্গিতে দেখা গেছে তাকে। কিন্তু শতক উদযাপনের এই অদ্ভুত ভঙ্গিটা কেন শুরু করেছিলেন টেলর? পার্থের ওয়াকা গ্রাউন্ডে টেলরকে দুবার দেখা গেছে জিভ বের করে উদযাপন করতে। প্রথমবার টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক পূর্ণ করার পর আর দ্বিতীয়বার ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক পূর্ণ করার পর। ২০০৭ সালে টেলরকে প্রথমবারের মতো এমনটা করতে দেখাও গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অকল্যান্ডের ইডেন পার্কে সেবার তিনি পূর্ণ করেছিলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক। তার পর যেন জিভ বের করে ভেংচি কেটেছিলেন নিউজিল্যান্ডের নির্বাচকদের উদ্দেশে। কারণ, তার আগের বছরই তাকে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল সাজিয়েছিল নিউজিল্যান্ড। নির্বাচকদের ব্যঙ্গ করে শুরু হলেও পরে এটাকে নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন টেলর। এভাবে উদযাপন করতে দেখলে নাকি টেলরের মেয়ের মুখ খুশিতে উদ্ভাসিত হয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টেলর বলেছেন, ‘আমাকে জিভ বের করতে দেখলে আমার মেয়ে খুবই খুশি হয়। আমি এটা তার জন্যই করি।’ শুধু মেয়েই নয়, টেলরের ছেলে জন্টিও বাবার এই উদ্যাপনের ভঙ্গিটা পছন্দ করা শুরু করেছে। এমনকি নিজেও চেষ্টা করে বাবার মতো হওয়ার। গত বছর টুইটারে ছেলের একটি ছবি প্রকাশ করেছিলেন টেলর। যেখানে দেখা যায়, তার ছেলেও শুয়ে আছে জিভ বের করে। টেলর ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘ছেলেও বাবার মতো।’ সূত্র : আমাদের সময় ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে