বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১১:২৯:০৮

মোসাদ্দেক-তাসামুলের ব্যাটে ফের সিরিজ জিতেছে বাংলাদেশ

মোসাদ্দেক-তাসামুলের ব্যাটে ফের সিরিজ জিতেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফের সিরিজ জয়ের খবর এল টাইগারভক্তদের জন্য। বাংলাদেশ এ দলের সাফল্য এটি। দেশের এই জয়ে বড় অবদান মোসাদ্দেক হোসেন ও তাসামুলের। প্রথম টেস্টে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে ঠিকই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রতিপক্ষ। তাসামুল ও মোসাদ্দেকের ব্যাট রুখে দেয় প্রতিপক্ষ দেশ জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর সব চেষ্টা। দ্বিতীয় ইনিংসে ব্রায়ান চারি (১২৮) ও পিটার মুরের (১০৩) দারুণ ব্যাটিংয়ে ৩৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে করে জিম্বাবুয়ে। এর আগে প্রথম ইনিংসে তাসামুল হক (১০২) আর মোসাদ্দেক হোসেনের (৮৫) ব্যাটে ভর করে ৪০২ রান তোলে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩০৩ রান। বাংলাদেশের এগিয়ে থাকাটাই চিত্র বদলে দেয় শেষ লড়াইয়ের। ৪ দিনের টেস্ট ম্যাচের শেষ দিনে কয়েক ঘণ্টা সময়ের মধ্যে জয় পেতে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা হয়ে দাঁড়ায় ২৭৮ রান। প্রথম টেস্টে জয় পাওয়া বাংলাদেশ মূলত সময়ের কারণেই জয় পায়নি এই টেস্টে। ড্র হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের এ দলের দ্বিতীয় টেস্ট। একই সাথে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে শুভাগতরা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও মোসাদ্দেক শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। বাংলাদেশ ৮৮ রান করলেই নির্ধারিত সময় শেষ হয়। এরই মাধ্যমে দুই ম্যাচের এই টেস্ট সিরিজটিতে ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ১৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে