মেসির প্রতি সুয়ারেজের সহানুভূতি
স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে গত সোমবার অনুশীলনে ফিরেছেন বার্সার সুপারস্টার লিওনেল মেসি। ক্লাব ভাষ্যমতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় দলের হয়ে মাঠে নামতে পারেন তিনি।
আগামী শনিবার মুখোমুখি হবে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী শীর্ষ দুটি দলের খেলায় মেসির খেলার সম্ভাবনা ও দলের বিষয়াদি নিয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্সেলোনার উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ। বলেন, ‘মেসি খেলবে কি খেলবে না সেটা একান্তই কোচের ব্যাপার। চিকিৎসকদের কথা এবং সে (মেসি) নিজে কেমন অনুভব করছে, তার ওপর খেলা নির্ভর করছে। কিন্তু অনুশীলনে তাকে বেশ ক্ষিপ্র দেখাচ্ছে। তারপরও এটা যে ধরনের চোট, তাতে ভবিষ্যতের জন্য ঝুঁকিটা থেকেই যায়।’
প্রতিটি ম্যাচেই মেসির চমক দেখতে পায় ফুটবল বিশ্ব। হয় নিজে গোল করেন আর না হয় সতীর্থদের দিয়ে গোল করান। বলেন, ‘সব ম্যাচেই মেসি পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়। ক্লাসিকোয় সে সবসময়ই অনেক বড় প্রভাব রাখে। কিন্তু আমাদেরও দেখতে হবে, (খেলার জন্য) সে কতটুকু তৈরি।’
১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর