ইনজুরিতে পড়ে মাঠের বাইরে বালোতেল্লি
স্পোর্টস ডেস্ক: মারেও বালোতেল্লি। বাজে আচরণ আর উদ্ভট চলা ফেরার খাতিরে ট্রেড মার্ক স্বরুপ ‘ব্যাড বয়’ তকমাটা নামের পাশে বহু কাল ধরে সংযোজন হয়ে আছে তার।
তবে এবার স্বদেশি ক্লাবে আসার পর শোনা যাচ্ছে ‘ব্যাড বয়’ বালোতেল্লি নাকি ধীরে ধীরে ‘গুড বয়’ বালোতেল্লিতে পরিণত হচ্ছেন। রোজ ভোরে ঘুম থেকে উঠে নাস্তা সেরে অনুশীলনে যাচ্ছেন, বাজে অভ্যাস ছেড়ে দিচ্ছেন। এমনকি কোচের নির্দেশিকাও মেনে চলছেন।
দ্বিতীয় বারের মত স্বদেশি ক্লাবে আসার পর এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। কিন্তু লিভারপুল থেকে আসার পর ইনজুরির সঙ্গে এক প্রকার যুদ্ধই করতে হচ্ছে তাকে। সর্বশেষ গ্রোইন ইনজুরির কারণে সার্জারির জন্য তাকে আগামী চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
গত ২৭ সেপ্টেম্বর থেকে ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি বালোতেল্লি। তখন থেকেই ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি।
নিজের গ্রোইন ইনজুরির সার্জারির পর সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে মারিও বুধবার জানান, ‘সব সম্পন্ন হয়েছে এবং সব কিছুই ঠিকমতো আছে। খুব তাড়াতাড়িই ফিরে আসছি।’
বালোতেল্লির সার্জারি নিয়ে তার ক্লাব এসি মিলান এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন কারিগরিভাবে সফল হয়েছে এবং সেরে ওঠার জন্য চার সপ্তাহ সময় লাগবে। এখন এটি নিয়ে কোনো জটিলতা নেই।’
১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�