বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০২:১৩:০৮

বাংলাদেশের ফুটবলের এ কি হাল!

বাংলাদেশের ফুটবলের এ কি হাল!

স্পোর্টস ডেস্ক : সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে অটল বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সাফকে ঘিরে নানা সময়ে নানা পরিকল্পনার কথাও শোনা যায় তার মুখে। সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিভিন্ন সময়ে জাতীয় দলকে বিভিন্ন কিছু দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। অবশ্য এসব কিছু সালাউদ্দিনের মুখে মুখেই। আর্থিক সংকটের দোহাই দিয়ে জাতীয় দলের জন্য বুক ফুলিয়ে বলার মতো কিছু করেননি বাফুফে সভাপতি। তবে জাতীয় দলের দিকে না তাকালেও সহকর্মীদের ঠিকই বিদেশ সফরে পাঠাচ্ছেন তিনি। দু-একটি ক্লাবের স্বার্থের দিকে তাকিয়ে ফুটবলারদের বলির পাঁঠা বানাতেও দ্বিধা করেননি বাফুফে বস। যেমনটি করেছেন অস্ট্রেলিয়া ম্যাচের আগে ফুটবলারদের শেখ জামালে যাওয়ার অনুমতি দিয়ে! বেশ কিছুদিন ধরে ব্যস্ততার মধ্যেই সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর শুরু বঙ্গবন্ধু গোল্ড কাপের মধ্যদিয়ে। আর শেষটা হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ দিয়ে। এরই মাঝে বিশ্বকাপ বাছাই পর্বে সাতটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে কেবল তাজিকিস্তানের সঙ্গে ঢাকার মাঠে ১-১ গোলে ড্র ছাড়া বলার মতো কোনো সফলতা নেই মামুনুলদের। বাছাই পর্বে ‘বি’ গ্রুপের সাত ম্যাচে ২৪ গোল হজম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে মাত্র দুবার বল প্রবেশ করিয়েছে তারা। তার একটি আবার আত্মঘাতী গোল। এই সাত ম্যাচ আবার দুই কোচের অধীনে খেলেছে মামুনুলরা। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে প্রথম চার ম্যাচ, পরের তিনটিতে ডাগ আউটে ছিলেন ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। তার অধীনেই গতকাল চীনের ইউনান প্রদেশের একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফের প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টে খেলতে যাওয়া জাতীয় দলের। সাফের আগে এই টুর্নামেন্টটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন জাতীয় দলের অধিনায়ক মামুমুল ইসলাম। টুর্নামেন্ট সম্পর্কে কোনো ধারণা না থাকলেও এ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে চান বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্ট সম্পর্কে কোন ধারণা দিতে পারলেন না বাফুফে দায়িত্বশীল এক কর্মকর্তার। টুর্নামেন্টটি ২০ তারিখ শুরু হলেও কারা খেলবে এ বিষয়ে পরিষ্কার কোন ধারণা নেই বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছেও। এ বিষয়ে তিনি বলেন, আসলে আমন্ত্রণমূলক এসব টুর্নামেন্টে ম্যাচের দিন ছাড়া দলের ব্যাপারে সঠিক তথ্য দেয়া যায় না। এদিকে অস্ট্রেলিয়া ম্যাচের ধকল সামলে ওঠার আগে সকালে বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ দল। দুপুর দুটায় ফ্লাইট থাকলেও মামুনুলদের বিমান বন্দর নেয়া হয় তিন ঘণ্টা আগে। তাজিকিস্তানে যে পোশাকে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল ওই পোশাকেই চীন যাচ্ছেন মামুনুলরা। তাদের দেয়া হয়নি বাড়তি এক সেট জার্সিও। এতে অস্ট্রেলিয়ান ফুটবলারদের সঙ্গে যারা জার্সি বদল করেছেন তারা পড়েছেন বিপাকে। তবে ফুটবলারদের সামান্য এসব চাহিদা পূরণ করতে না পারলেও বাফুফে কর্মকর্তাদের বিদেশ সফর থেমে নেই। আগামী সপ্তাহে বাফুফের খরচে এএফসি নাইটে যাচ্ছেন বাফুফের দুই কর্মকর্তা। তাদের স্ত্রীরাও তাদের সঙ্গী হচ্ছেন। তাছাড়া জাতীয় দলের বিভিন্ন বিদেশ সফরেও হেড অব ডেলিগেট হিসেবে একজন করে কর্মকর্তা বিদেশ ভ্রমণের স্বাদ নিচ্ছেন। এ নিয়ে আক্ষেপ থাকলেও মুখ খুলতে চান না জাতীয় দলের খেলোয়াড়রা। কথা বলতে চান না শেখ জামালের ইস্যু নিয়েও। তাদের দাবি, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর অনুমতির পরই তারা শেখ জামাল ক্লাবের প্রেসিডেন্ট মনজুর কাদেরের আমন্ত্রণ রক্ষা করেছেন। গুঞ্জন রয়েছে বাফুফের সাধারণ সম্পাদক ও ম্যানেজার অনুমতি দিয়েছেন সভাপতির নির্দেশেই। যদিও বাফুফের সাধারণ সম্পাদক দাবি করেছেন জোর করেই খেলোয়াড়দের নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে জোর করে ফুটবলার নিলেও গতকাল পর্যন্ত ক্লাবটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বাফুফে।-মানবজমিন ১৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে