বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৩:২১:৪৯

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশে লজ্জায় ডুবলো জিম্বাবুয়ে নারীরা

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশে লজ্জায় ডুবলো জিম্বাবুয়ে নারীরা

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচের ন্যায় দুই ম্যাচেও জয় তুলে নিয়ে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ লজ্জায় ফেললো বাংলাদেশি মেয়েরা। বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১১.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় জাহানারারা। বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে নারী দল। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ সার্নি মায়ের্স ২১ আর মারানেজ ১৬ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বাংলাদেশের পক্ষে অধিনায়ক জাহানারা আলম ৪ ওভার বল করে দুই মেডেনসহ মাত্র ১১ রান খরচায় একাই তিনটি উইকেট তুলে নেন। এছাড়া পান্না ঘোষ ও রুমানা আহমেদ একটি করে উইকেট নেন। মাত্র ৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার আয়েশা রহমান খেলেন ২৮ রানের দুর্দান্ত একটি ইনিংস। গত ম্যাচে অর্ধশতক হাঁকানো এ ব্যাটসম্যান একটি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকান। আরেক ওপেনার শারমিন আক্তার ৫ রান করে বিদায় নেন। তবে তিন নম্বরে নেমে ২৩ রান করে অপরাজিত থাকেন শায়লা শারমিন এবং ১২ রানে অপরাজিত থাকেন রুমানা আহমেদ। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হন জাহানারা আলম। সূত্র : রাইজিং বিডি ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে