রেকর্ড করল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিশ্বকাপের আয়োজক দেশ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সাথে যৌথভাবে এই আসরের আয়োজন করে দেশটি। বিশ্বকাপের আয়োজন করায় ভাগ্য বদল হয়েছে তাদের।
ক্রিকেটে যেমন উন্নতি হয়েছে তেমনি আর্থিকভাবে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। গত দুই-তিন বছর ধরে আর্থিকভাবে লোকসানে ছিল নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড।
সম্প্রতি বোর্ড মিটিংয়ে বসে নিউজিল্যান্ডের কর্মকর্তারা। নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ডেভ হোয়াইট জানান, ২০১৪-২০১৫ অর্থবছরে ২৩.৭ মিলিয়ন উদ্বৃত্ত রয়েছে। যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে রেকর্ড।
হোয়াইট জানান, আমরা অসাধারণ একটি বছর পার করছি। পুরুষ বিভাগের পাশাপাশি দেশটির নারী ক্রিকেটাররাও সাফল্য পেয়েছে বলে জানান তিনি।
চলমান বছরটি ভালোভাবে কাটলেও আগামী বছর নিয়ে এখনই চিন্তায় দেশটির ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। মার্টিন সিডিন, ডন ম্যাককিনন ও জিওফ অ্যালট পুনরায় বোর্ড ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন। হিল ফের বোর্ড চেয়্যারম্যান হিসাবে গুরুদায়িত্বে বসেছেন।
১৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর