ওয়াকারকে কোচ হিসেবে চান না মিঁয়াদাদ
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ালেও ওয়ানডে সিরিজে এসে ছন্দপতন পাকিস্তান ক্রিকেট দলের। দ্বিতীয়-তৃতীয় ওয়ানডেতে হেরে সিরিজ হারের আশংকায় প্রহর গুনছেন পাক ক্রিকেটাররা।
তবে সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজে হারের কারণে কোচের সেরা একাদশ নির্বাচন নিয়ে সমালোচনায় মেতেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রাক্তন দুই কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও সরফরাজ নওয়াজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের এমন দুর্দশার জন্য মিয়াঁদাদ সরাসরি কোচ ওয়াকার ইউনুসকে দায়ী করেছেন। তিনি মনে করেন ওয়াকারের পছন্দের ওপর একাদশ। তাই তিনি ওয়াকারকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দেন।
এ প্রসঙ্গে মিয়াঁদাদ বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে অনেক হতাশ এবং এই ব্যর্থতার দায়ভার শুধু অধিনায়কের নয়, প্রধান কোচকেও তা বহন করতে হবে। চূড়ান্ত একাদশ ওয়াকারের পছন্দ-অপছন্দ বিবেচনায় সাজানো হয় এবং এটিই দলকে ডুবিয়েছে।’
দলের যোগ্য ওয়ানডে একাদশ না গড়ে ওঠার জন্য ওয়াকার ইউনুসকে দায়ী করে তিনি বলেন, ‘আমি মনে করি, ওয়াকারকে ছাঁটাই করা উচিত এবং তার জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেয়া উচিত।’
১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর