বিপিএলে মাঠ কাঁপানো নিয়ে যা বললেন জাতীয় দলের নতুন মুখ রাব্বি
স্পোর্টস ডেস্ক : আগামীকাল (শুক্রবার) শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই আসরকে সামনে রেখে মাঠে নেমেছেন টাইগাররা। মাশরাফি বিন মতুর্জা বিপিএল আসরে কোনো দলের হয়ে মাঠে নামছেন সেটা হয়তো সবারই জানা।
বিপিএল উদ্বোধনের আগের দিন মিরপুর স্টেডিয়ামে নামেন কুমিল্লাহ দেলের খেলোয়াড়রা। দেশীয় কোচ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে প্রথম দিনের অনুশীলনে নামেন তারা।
কামরুল ইসলাম রাব্বি, ধীমান ঘোষ, নাঈম ইসলাম জুনিয়র, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি ও আরিফুল হক অংশ নেন কুমিল্লাহ দলের অনুশীলনে।
দিনের অনুশীলন শেষে কামরুল ইসলাম বলেন, বিপিএলের আগে জিম্বাবুয়ে সিরিজে দলে থাকতে পেরে আমার বেশ অভিজ্ঞতা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের সাথে অনুশীলন করেছি।
একদিকে মাঠ অন্যদিকে ড্রেসিং রুম থেকেও অনেক কিছু শিখেছি। সে অভিজ্ঞতা বিপিএলে কাজে আসবে। মাশরাফিকে নিজেদের টিমের প্রেরণা মনে করেন রাব্বি।
প্রসঙ্গত, মাশরাফি বিন মুর্তজা, ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস কুমিল্লাহ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। জিম্বাবুয়ের সাথে সিরিজ শেষে ছুটিতে রয়েছেন তারা। সময়মত যোগ দিবেন দলে।
১৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�