বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৫:৪৯:২০

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্বে মিসবাহ-ইউনুস

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্বে মিসবাহ-ইউনুস

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে ওয়ানডে থেকে অবসরে যান ইউনুস খান। অন্যদিকে ওয়ানডে ছাড়লেও মিসবাহ টেস্ট খেলে যাচ্ছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই ক্রিকেটার। পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার তারা। একদিকে ক্রিকেটার অন্যদিকে বোর্ড কর্মকর্তা হিসাবে তারা দায়িত্ব পালন করবেন মিসবাহ উল হক ও ইউনুস খান। এটা নিশ্চিত যে, ক্রিকেট জীবন শেষেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের মূল দায়িত্ব হাতে উঠছে তাদের। চলতি বছরের জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল ক্রিকেটারদের সাথে বোর্ডের একটি সেতুবন্ধন তৈরী করার। সে হিসাবেই এই কাজটি করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ’জানিয়ে পিসিবি প্রধান শাহরিয়ার খান বললেন, ‘ইউনিস ও মিসবাহ শুধু ক্রিকেটীয় বিষয়গুলোই দেখবে। ক্রিকেটের নানা বিষয়ে তারা আমাদের পরামর্শ দিতে পারবে। আমরা সেটা গ্রহন করার বিষয় ভেবে দেখব। ১৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে