স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে টপঅর্ডারদের চরম ব্যর্থতায় ৯৬ রানে করুণ পরাজয় মেনে নিতে হয়েছিল টাইগারদের। পরাজয়ের কারণ অনুসন্ধানে উঠে পড়ে লেগেছিল বিসিবিসহ ক্রিকেট বোদ্ধারা। এ জন্য টপঅর্ডার এবং বোলারদের বোলিংকে দুষেছিলেন কোচ হিথ স্ট্রিক।
তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতার লড়াইয়ে নিজেদের ভালোভাবেই প্রমান করে ছাড়লো বাংলাদেশি বোলাররা। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ভালো বোলিং করেছে দেশের কালো মানিক খ্যাত ক্রিকেট তারকা রুবেল হোসাইন। তিনি ৯ ওভারে আগুনঝরা স্পেলে বোলিং করে ৪ উইকেট নিয়েছেন মাত্র ৩৩ রানের বিনিময়ে। আর এতেই দলের জয়ে অনেকখানি অবদান রানে তিনি।
ম্যাচ শেষে রুবেলের বোলিংয়ের দারুণ হ্যাপী হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের কোচ ও জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক । তিনি বলেন, ‘চোখের জন্য এটা ছিল প্রশান্তিকর দৃশ্য। আমার মনে হয় এটা ছিল ভয়ঙ্কর এক স্পেল।’
স্ট্রিক আরো বলেন, ‘সে(রুবেল) ছিল খুবই দ্রুতগতির, আর উইকেটে কিছু ঘাস ছিল। মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নিতে মুমিনুল তাকে বোলিংয়ে আনে, আর সে ঠিক সেই কাজটিই করে দেয়। সে যখন ভাল ছন্দে থাকে, যেকোন কিছুই ঘটতে পারে।’
১৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু