পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা, বেলসহ ছিটকে গেছেন যারা
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে ৪ টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ৩ টি টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে। এই টেস্টের ফলাফলে এগিয়ে ইংল্যান্ড।
২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ধুবাইয়ে ২০ নভেম্বর শেষ টেস্টের জন্য মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এই টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ইয়ান বেলকে দলের বাইরে রাখা হয়েছে। ইদানিং ব্যাটে রান পাচ্ছেন না তিনি। অন্যদিকে আহত হওয়ায় মাঠের বাইরে চলে গেছেন উড।
ফিন, লিয়াম ও আদিল রশিদও বাদ পড়েছেন। আহত থেকে সুস্থ হওয়ায় দলে ফিরেছেন ওকস এবং ফুটি। ইয়ান বেলের যায়গায় হয়তো ব্যাট হাতে দেখা যাকে ক্যাম্পটন বা গ্রে ব্যালেন্সকে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল: অ্যালিস্টার কুক, মঈণ আলী, জেমস অ্যান্ডারসন, জনি ব্রিসটো, গ্রে ব্যালেন্স, স্টুয়ার্ড ব্রড, জোস বাটার, নিক ক্যাম্পটন, মার্ক ফুটি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, সামিথ প্যাটেল, জো রুট, বেন স্টোকস, জেমস টেইলর ও ক্রিস ওকস।
আধুবাতিতে শেষ ম্যাচে জয়ের টার্গেটে মাঠে নামবে দুই দেশ। ওয়ানডে সিরিজে বড় জয় পাওয়া পাকিস্তান টেস্টে সিরিজ হারের লজ্জা পেতে পারে। পাকিস্তানের হাতে রয়েছে শুধু মান বাঁচানোর জন্য শেষ চেষ্টাটা।
সিরিজ ড্র করতে হলে শেষ ম্যাচে জয় পেতে হবে পাকিস্তানকে। শেষ টেস্ট ড্র হলেও সিরিজ নিশ্চিত করবে অ্যাসেজ সিরিজে টেস্টে জয় পাওয়া ইংল্যান্ড।
১৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�