মাশরাফির নেতৃত্বে খেলা হলো না কাপালির
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার অলোক কপালি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতিতে প্রথম দফায় কোনো দল না পেলেও ‘বি’ গ্রেডের এই ব্যাটসম্যান অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু বিপিএল শুরু হতে যখন মাত্র দুই দিন বাকি, ঠিক এই সময়ে শোনা যাচ্ছে কাপালির কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলার কথা থাকলেও তিনি এখন খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। ফলে কুমিল্লার অধিনায়ক মাশরাফির নেতৃত্বে তার আর খেলা হলো না।
অলকের দাবি, কুমিল্লা তাকে দলে নেয়ার কথা বলে আর যোগাযোগ করেনি। এর মাঝে রংপুর থেকে প্রস্তাব পেয়ে তিনি ওই দলে গেছেন।
এই প্রসঙ্গে অলক কাপালি আরও বলেন, 'তারা আমাকে প্রস্তাব দিয়ে আনুষ্ঠানিক কোনো কথাবার্তা বলেনি। তাই আমি রংপুরের প্রস্তাবে সাড়া দিতে বাধ্য হয়েছি।'
মিরপুর জাতীয় একাডেমির মাঠে চলছে বিপিএলের প্রস্তুতি। প্রায় সব ফ্র্যাঞ্চাইজির শেষ ঝালিয়ে নিচ্ছে দলের খেলোয়াড়দের। এমনই অনুশীলনের এক মুহূর্তে রংপুরের প্রাকটিসে অলককে চোখে পড়ে ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।
সালাউদ্দিন বললেন, ‘আমরা অলককে অনুশীলনে আসতে বলেছিলাম। ওর সকাল এগারোটায় মাঠে আসার কথা।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার খালেদ মাসুদও অবাক অলক কাপালির এমন আচরণে। বললেন, ‘অলককে দলে নিতে আমরা বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমতি নিয়েছি। তারা সেটা দিয়েছেও। আমাদের খেলোয়াড় হওয়া সত্ত্বেও সে অন্য দলে কীভাবে অনুশীলন করে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।’
অলক এর দল পরিবর্তনের ব্যাপারে ধোঁয়াশাতেই আছেন বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস। বললেন, 'তারা অলকের ভিক্টোরিয়ান্সে যাওয়ার ব্যাপারে অবগত। কিন্তু শেষ পর্যন্ত রংপুরে তিনি গেছেন কি না, সে সম্পর্কে কোনো ধারণা নেই।' তবে সমস্যা সমাধান চেষ্টা করা হবে বলেও জানান তিনি। জালাল ইউনুস বলেন, ‘আমরা দুই পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে বসব।’
১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ