বিপিএলে মুশফিকের চাওয়া একটাই
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম দুই আসর খেললেও এখনও ফাইনালে খেলা হয়নি তার। অর্থ্যাৎ তিনি যে দলের হয়ে খেলেছিলেন, সে দল ফাইনালে উঠতে ব্যর্থ হয়। তাই এবারের বিপিএলে মুশফিকের চাওয়া ফাইনালে খেলা।
বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুশফিক জানান, শুধু ফাইনাল খেলা নয়, শিরোপার দিকেও নজর রয়েছে তার।
সিলেট সুপারস্টার্সের অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন এবারের বিপিএল আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপেও ক্রিকেটারদের ভাল করতে সাহায্য করবে।
জাতীয় দলের হয়ে দেশে ও দেশের বাইরে অনেক সাফল্য পেয়েছেন মুশফিকুর রহীম। বিপিএলেও দুই আসর খেলে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। কিন্তু একটা জায়গায় আক্ষেপ রয়ে গেছে এখনও।
কারণ এখন পর্যন্ত দেশের ঘরোয়া ক্রিকেটের এই জনপ্রিয় আসরে দুই মৌসুম খেলেও ,কখনোই ফাইনালের মঞ্চে খেলতে পারেননি মুশফিক।
গেল আসরে সিলেট রয়্যালসের হয়ে খেলেছেন মুশফিক। এবার মালিকানা বদলে নাম পরিবর্তন হলেও, মুশফিক আছেন সিলেটেই। ২২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। এ জন্য বেশ আটঘাট বেঁধে অনুশীলনে নেমে পরেছে তার দল সিলেট সুপারস্টারস।
গেল বিপিএলে ৪৪০ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন তিনি। তবে, তাতে সিলেট ফাইনালে উঠতে পারেনি।
কিন্তু এবার আর তা হতে দিতে চাননা মুশফিক। নিজেদের সেরাটা দিয়ে এবার দলকে ফাইনালে ওঠাতে চান মুশফিক।
বিপিএলের পর আগামী বছরের শুরু থেকেই ধুম ধাড়াক্কা ক্রিকেটের এই ফরমেটে ব্যস্ত থাকতে হবে মুশফিক, সাকিব, মাশরাফিদের।
কারণ ২৪ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৩ তম আসর। এ আসর চলবে ৬ মার্চ পর্যন্ত । এরপরই ১১ মার্চ ভারতে ১৬ দলের অংশগ্রহণে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ।
বিপিএলের তৃতীয় আসরে এবার গ্রুপ পর্বে এক একটি দল ১০ টি করে ম্যাচ খেলবে। এ ম্যাচগুলোর পারফরমেন্সে আগামী বছর এশিয়া কাপ ও টি টোয়েন্টিতে জাতীয় দলের ভাল পারফরমেন্সে ভূমিকা রাখবে বলেও, মত মুশফিকের।
১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ