স্পোর্টস ডেস্ক : সিরিজ জয় দুরস্ত! নাসির হোসেনের কাছে ধরাশায়ী হল রাহুল দ্রাবিড়ের ভারত৷ শুক্রবার চিন্নাস্বামীতে দ্বিতীয় বেসরকারি ওয়ান ডে-তে বাংলাদেশ ‘এ’ দলের কাছে ৬৫ রানে হারল ভারত ‘এ’৷
তিন ম্যাচের সিরিজে বুধবার প্রথম ম্যাচ জিতে এদিন সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামেন সুরেশ রায়না, উন্মুক্ত চাঁদরা৷ কিন্তু বাংলাদেশি অল-রাউন্ডার নাসির হোসেনের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ভারতের ছোটরা৷ বাংলাদেশ ‘এ’ দলের ২৫২ রান তাড়া করে ৪২.২ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ভারত ‘এ’ দলের ইনিংস৷
সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক চাঁদ৷ এদিনও রান পেলেন না রায়না৷ ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন সিনিয়র দলের বাঁ-হাতি ব্যাটসম্যান৷
ম্যাচের নায়ক বাংলাদেশি অল-রাউন্ডার হোসেন৷ ১০২ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে মাত্র ৩৬ রান খরচ করে ভারতের পাঁচ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ২৩ বছরের অফ-স্পিনার৷ সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচ রোববার৷-কলকাতা
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর