বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১০:৪৫:০৪

ডিভিলিয়ার্সকে ভয় পেতেন জনসন

ডিভিলিয়ার্সকে ভয় পেতেন জনসন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দল থেকে সদ্য অবসর নেয়া দানবীয় বোলার মিসেল জনসন তার ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে বল করতে ভয় পেতেন বলে মন্তব্য করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডিভিলিয়ার্সের বিপক্ষে বোলিং করা সবচেয়ে কঠিন ছিল। সাক্ষাৎকারে জনসন বলেন, ‘বর্তমান প্রজন্মে এবি ডি ভিলিয়ার্স একজন অসাধারণ ব্যাটসম্যান। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে তাকে বোলিং করা সবসময় কঠিন ও চ্যালেঞ্জের বিষয় ছিল।’ তিনি আরও বলেন, ‘আমার বিশেষ করে ২০১৪ তে সেঞ্চুরিয়নে খেলার কথা মনে পড়ছে। আমি সেই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে দ্রুত কয়েকটি উইকেট নিয়েছিলাম। কিন্তু চাপের মুখে যখন ডি ভিলিয়ার্স ক্রিজে আসলেন তাকে খুব স্বাভাবিক মনে হলো এবং তিনি তার ন্যাচারাল খেলাই খেললেন। তখন তাকে আউট করা সত্যি কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। এটি সত্যিই একটা বড় চ্যালেঞ্জ এবং ভিলিয়ার্স আমার দেখা মতে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন।’ পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন জনসন। ওয়ানডেতে ১৫৩ ম্যাচ খেলে ২৩৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে। এছাড়া অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা টেস্ট বোলারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ৭৩ টেস্টে তার উইকেট সংখ্যা ৩১৩টি।তালিকায় শেন ওয়ার্ন, গ্ল্যান ম্যাকগ্রা এবং ড্যানিস লিলির পরই আছেন তিনি। ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে