স্পোর্টস ডেস্ক: আসছে অক্টোবরে অস্ট্রেলিয়া দলের নতুন অধিনায়ক স্মিথের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে টিম অস্ট্রেলিয়া। অ্যাশেজ টেস্টের পর ক্লার্কের বিদায়, এছাড়াও বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়দের অবসরে রেখে একেবারি ১৫ সদস্যের নতুন একটি দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ সদস্যদের অবসর নেয়া এবং বিশ্রামে রাখা দলের উপর প্রভাব ফেলছে। সঙ্গে রয়েছে এশিয়ার কন্ডিশনে অজিদের পারফরম্যান্স। সবমিলিয়েই তাই আগ্রাসী ক্রিকেট থেকে বের হয়ে আসতে চান স্মিথ।
এ বিষয় নিয়ে স্মিথ বললেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে আপনি চাইলেই আক্রামণাত্মক খেলতে পারেন। কিন্তু এশিয়া উপমহাদেশের বেলায় তা সম্পূর্ণ ভিন্ন। এখানকার মাটিতে একজন ব্যাটসম্যানকে আউট করতে হলে নানা প্রন্থা বের করতে হয়। হয়তো অনেক সময় তাদের বিরক্ত করে আউট করতে হবে। যে কন্ডিশনেই খেলি না কেন, সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই আমার জন্য বড় কথা।’
অধিনায়কত্ব পাওয়ার পর এটিই স্মিথের প্রথম এশিয়া সফর। তাই তাকে অনেক বিচক্ষণতার সাথে সব বিষয়কে মোকাবেলা করতে হবে। কারণ এশিয়া কন্ডিশন আর তাদের দেশের কন্ডিশন আকাশ পাতাল পার্থক্য। তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড
১৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু