বিপিএল অনুষ্ঠানের সিডিউল জানিয়েছে বিসিবি, এক নজরে জেনে নিন
স্পোর্টস ডেস্ক : আজ (শুক্রবার) থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর শুরু। জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হবে ২০১৫ বিপিএলের আসর। বিপিএল অনুষ্ঠানের সিডিউল জানিয়েছে বিসিবি।
বিপিএল অনুষ্ঠানের জন্য মূল গেট খুলে দেয়া হবে বিকাল ৩ টায়। চারটার দিকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচি অনুযায়ী বিকাল ৫টায় চিরকুট, ৬টায় এলআরবি, সাড়ে ৬টায় মমতাজ, ৭টায় কেকে, ৮টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভাষণ দেবেন।
প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ২০১৫ বিপিএল আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দুই থেকে আড়াই কোটি টাকা খরচ হবে। কিন্তু এবার জানা গেল প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ হবে বিপিএলের অনুষ্ঠানে।
এনবিআরকে মোটা অঙ্কের কর দিতে হবে বলে এই খরচ বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিসিবির এক কর্মকর্তা সোহেল খান। অনুষ্ঠানের মাঝে একদিকে লেজার শো থাকবে। শেষে থাকবে আতশবাজি।
বিপিএল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ জ্যাকুলিন, ঋত্বিক রওশান শেষের দিকে স্টেজে উঠবেন। ঋত্বিক রওশানের পারফর্মের মধ্যে দিয়ে শেষ হবে অনুষ্ঠান।
২০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�