স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের প্রাণখ্যাত ফুটবলার নেইমারের জীবনে যোগ হলো দীর্ঘদিন মনে থাকার মত আর একটি ঘটনা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামেন নেইমার।
দক্ষিণ আফ্রিকা অঞ্চলে নেইমারদের প্রতিপক্ষ ছিল পেরু। পেরুকে উড়িয়ে দেয় ব্রাজিল। ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। কিন্তু এই ম্যাচের শেষ দিকে লজ্জায় লাল হতে হয় নেইমারকে।
এক : খেলার প্রথমার্ধে ফাউল করায় হলুদ কার্ড পান তিনি। দুই: অন্যদিকে পুরো সময় মাঠে থেকেও কোনো গোলের দেখা পাননি নেইমার। নেইমারের পায়ে গোল নেই নেই। আর ঠিকই ৩-০ গোলে শক্তিশালী পেরুকে উড়িয়ে দেয় ব্রাজিল।
তিন: খেলা শেষে আম্পায়ারের কাছ থেকে হলুদ কার্ড খাওয়া নেইমার আর একটু চালাকি করতে যান। এখানে ব্যর্থ হয়ে অপমান ও লজ্জায় লাল হন তিনি!
নিজের জার্সিটি খেলার দায়িত্বেথাকা বুইটরাগোকে দেওয়ার প্রস্তাব করেন ব্রাজিলের এ তারকা। কিন্তু বুইটরাগো কোনো মূল্যই দেননি নেইমারের এমন অনুরোধের। পরে মাঠের দায়িত্বেথাকা আম্বায়ার ও রেফারিদের কাছে লজ্জায় লাল হতে হয় তাকে।
২০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর